Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর শ্রেষ্ঠত্ব অর্জন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা....
Details

স্যারকে শুভেচ্চা ও অভিন্দন

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর শ্রেষ্ঠত্ব অর্জন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা....

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর শ্রেষ্ঠত্ব অর্জন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা।
১৬ই জানুয়ারি জেলা প্রশাসকের কাছ থেকে পদক প্রাপ্তির পত্রটি গ্রহণ করেন বলে জানান তিনি। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর থেকেই সরাইল উপজেলার শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে আসছেন তিনি। শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরে পড়া রোধকল্পে পরিদর্শন, এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে মতবিনিময় সভা, মিড ডে মিল উপকরণ হিসেবে টিফিনবক্স, দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ হিসেবে (খাতা,কলম, জ্যামিতি বক্স) বিতরণ, খেলাধূলা সামগ্রী বিতরণ। বিদ্যালয় আকর্ষণীয় করার লক্ষ্যে ফুলবাগান করা, শ্রেণীকক্ষে ঝুড়ি স্থাপন করা, পরিস্কার ও নিরাপদ পানি ব্যবস্থার জন্য পানির ফিল্টার বিতরণ করা, বিভিন্ন বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ করা এবং সীমানা প্রাচীর নির্মাণসহ নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। ফলে শিক্ষার্থীরা হয়েছে বিদ্যালয়মূখী। বাল্যবিবাহ রোধকল্পে জন সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা সহ লিফলেট বিতরণ করে সরাইল উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করার উদ্যোগ নিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় সর্বপ্রথম সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা পদ্ধতি চালু করেছেন তিনি। বর্তমানে ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে সফটওয়্যারের মাধ্যমে ই-মনিটরিং কার্যক্রম শুরু করেছেন তিনি। এছাড়াও নানান উদ্যোগ গ্রহণ করেছেন, যাহা প্রশংসনীয়।
ইতিপূর্বে অর্জন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে a2i (এক্সেস টু ইনফরমেশন) সনদ। পরবর্তীতে গত বৎসর ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮জন এবং পরে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে ১১জন নির্বাহী কর্মকর্তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে হয়েছেন বিভাগীয় শ্রেষ্ঠ নির্বাহী কর্মকর্তা। গত ১৫ই অক্টোবর জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৬ এর ৮টি বিভাগের চ্যাম্পিয়ন ৮জন নির্বাহী কর্মকর্তা মুখোমুখী হন। এ লড়াইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা। তিনি করেছেন সরাইল উপজেলাকে গৌরবান্বিত। ইতিমধ্যে অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন বলে জানিয়েছেন।

Images
Attachments