আজ ২১/০৯/২০১৬ ইং তারিখ রোজ বোধবার শাহবাজপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সরাইল উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করার লক্ষ্যে 'অবহিতকরন ও মতবিনিময় সভার আলোজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাফি অফিসার জনাব সৈয়দা নাহিদা হাবিবা, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া। আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জনাব রাজীব আহমেদ, এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন, এনজি প্রতিনিধি, স্কুল শিক্ষক সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। সবাই এইকি বিষয়ে এক মত পোষন করেন যে বাল্য বিবাহ বন্ধ করতে হবে। সমাজের উন্নয়ন দেশেরে উন্নয়ন করতে হলে বাল্য বিবাহ অবশ্যয় বন্ধ করতে হবে। এর জন্য উপজেলা নির্বাহী অফিসার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যগণকে বলেন যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দিতে হলে অবশ্যই যে যাচাই বাচাই করে দেয়। এছাড়া কাজী সাহেব কে এই বিষয়ে বলা হয়েছে যেন তিনি বাল্য বিবাহ না করায়। এই ক্ষেতে দেখা যায়যে অনেক সময় কোর্ড এফিড ওফিড করে নিয়ে আসে বিবাহের ক্ষেত্রে এখন থেকে কোড এফিড ওফিড গ্রহন যোগ্য হবেনা বলে ঘোষশা দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব সৈয়দা নাহিদা হাবিবা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস